ইসলামের দৃষ্টিতে সময় ব্যবস্থাপনা: একটি পর্যালোচনা | Time Management in Islamic Perspective: An analysis
DOI:
https://doi.org/10.58666/6b9tjh57Keywords:
সময়, সময় ব্যবস্থাপনা, শৃঙ্খলা, শরীআহ, পরিকল্পনাAbstract
Time is one of the innumerable and priceless n’imah (gifts) of Allah swta. Both the noble Quran and the followed Sunnah have given a great importance to this n’imah. Because, without the due management and utilization of time, development of human resource is but impossible. To that ends, shariah has regarded time as a crucial component. This article has contributed to explaining the value of time, its management and the significance of its management for the success of human being in this world and that world. From this study it has been proved that had the concept of contemporary time management been introduced centuries before by Islam. So in this article it has been concluded that If time is duly managed and utilized in accordance with the reasoned and scientific method as directed by Islam, a perfect development would be ensured.
সারসংক্ষেপ: আল্লাহ্ তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে গুরুত্বপূর্ণ ও মূল্যবান একটি হলো ‘সময়’। মহাগ্রন্থ আল-কুরআন ও হাদীসের বিভিন্ন স্থানে নিয়ামতটির যথার্থ মূল্যায়নের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। কেননা, সময়ের যথাযথ মূল্যায়ন ও ব্যবস্থাপনা ছাড়া মানবসম্পদ উন্নয়ন সম্ভব নয়। ইসলামী শরীআত এ কারণে সময় ব্যবস্থাপনাকে মানবজীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচনা করেছে। ইসলামী দৃষ্টিভঙ্গির আলোকে সময়, সময়ের গুরুত্ব, সময় ব্যবস্থাপনা, মানুষের উভয় জীবনে সফলতার জন্য সময় ব্যবস্থাপনার গুরুত্ব ও পদ্ধতি আলোচনার উদ্দেশ্যে অত্র প্রবন্ধটি প্রণীত হয়েছে। প্রবন্ধটি প্রণয়নের ক্ষেত্রে বর্ণনা ও বিশ্লেষণমূলক পদ্ধতি গ্রহণ করা হয়েছে। আলোচ্য গবেষণাকর্ম থেকে প্রমাণিত হয়েছে, সমসাময়িক ‘সময় ব্যবস্থাপনা’ পরিভাষাটির মূল ধারণা বহু পূর্বে ইসলাম প্রদান করেছে। ইসলাম নির্দেশিত যৌক্তিক ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে সময় ব্যবস্থাপনা সম্পন্ন হলে মানুষের সার্বিক উন্নয়ন নিশ্চিত হতে পারে।
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2016 ইসলামী আইন ও বিচার (Islami Ain O Bichar)
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.