Announcements

  • Call For Papers- লেখা আহ্বান  

    2019-11-24

    ইসলামী আইন ও বিচার জার্নালটি (ISSN 1813-0372/ E-ISSN- 2518-9530) বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত (রেজিঃ নং DA-6100) একটি ত্রৈমাসিক গবেষণা জার্নাল। যা নিয়মিত প্রকাশনার ১৯ বছর অতিক্রান্ত হয়ে ২০ তম বর্ষে পদার্পন করেছে। এর প্রকাশিত ৭৭টি সংখ্যায় এ পর্যন্ত ইসলামের আইনতত্ত্ব, বিচারব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং, অর্থনীতি, সমাজনীতি, সমসাময়িক বিভিন্ন বিষয়ের ইসলামী সমাধান সম্বলিত তিনশতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। জার্নালটি বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ, আরবী, ইসলামিক থিওলজি, ধর্মতত্ত্ব ও আইন বিভাগের শিক্ষকদের পদোন্নতি এবং এমফিল থেকে পিএইচডিতে উন্নীতকরণ, পিএইচ-ডি গবেষণা ও একাডেমিক কাজে গবেষণা জার্নাল হিসেবে স্বীকৃত। তাছাড়া জার্নালটির একটি উচ্চমানের সম্পাদনা বোর্ড, প্রথিতযশা শিক্ষাবিদ ও গবেষকদের নিয়ে একটি রিভিউ প্যানেল এবং বিশ্ববরেণ্য ইসলামী গবেষকগণের সমন্বয়ে গঠিত একটি উপদেষ্টা পরিষদ রয়েছে। জার্নালে প্রকাশের জন্য লেখা নির্বাচনের ক্ষেত্রে Double-Blind Peer Review পদ্ধতি অনুসরণ করা হয়। উল্লেখ্য জার্নালটি আন্তর্জাতিক গবেষণা মান নিয়ন্ত্রণকারী কয়েকটি সংস্থার ইনডেক্সভুক্ত এবং এর নিজস্ব ইমপেক্ট ফ্যাক্টর রয়েছে। বর্তমানে প্রিন্ট ভার্সনের পাশাপাশি http://islamiainobichar.com ওয়েব সাইটে এর অনলাইন ভার্সনও প্রকাশিত হচ্ছে।

    Read more about Call For Papers- লেখা আহ্বান