জার্নাল পরিচিতি
ইসলামী আইন ও বিচার পত্রিকা (ISSN-1813-0372 & Online ISSN 2518-9530) বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত (রেজি. নং: DA-6100) বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার-এর একটি ত্রৈমাসিক একাডেমিক রিসার্চ জার্নাল। যা প্রতি তিন মাস অন্তর, (জানুয়ারি-মার্চ, এপ্রিল-জুন, জুলাই-সেপ্টেম্বর, অক্টোবর-ডিসেম্বর) নিয়মিত প্রকাশিত হয়। এ জার্নালে জড়িত রয়েছেন একটি দক্ষ এডিটরিয়াল বডি, অভিজ্ঞ সম্পাদনা পরিষদ এবং জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষাবিদগণের সমন্বয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন এডভাইজারি বোর্ড। পত্রিকাটি দেশের অধিকাংশ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিভাগে গবেষণা পত্রিকা হিসেবে স্বীকৃত। একে আন্তর্জাতিক মানের গবেষণা জার্নালে উন্নীত করার লক্ষ্যে প্রিন্ট ভার্সনের পাশাপাশি অনলাইন ভার্সনও শুরু হয়েছে। এমতাবস্থায় জার্নালে প্রকাশের জন্য দেশ-বিদেশের বাংলাভাষী শিক্ষাবিদ, আইনবিদ, অধ্যাপক ও গবেষকগণকে গবেষণা প্রবন্ধ/বুক রিভিউ প্রেরণের অনুরোধ করা হচ্ছে।
Read more about জার্নাল পরিচিতি