ফল-ফসলের যাকাত নির্ধারণে উৎপাদন খরচের ভূমিকা l The Role of Production-Cost in Determining Zakāt of Fruits and Crops
Abstract
Ushr (Zakāt on the agricultural produce) is one of the vital components of Islamic financial system. A great majority of Islamic jurists opine that ushr is payable at the rate of 10% of total output on agricultural produce irrigated naturally i.e. by rain or other sources of natural bodies of water e.g. rivers, streams, springs and so on. However, to them, ushr is payable at the rate of 5% of total output on agricultural produce irrigated artificially. Surprisingly enough, most of the classical jurists did not take into consideration any sort of costs excepting the irrigation cost. Pedantically considering the realities of modern agriculture-economy, a good number of contemporary jurists are in favour of deducting production-cost while determining the ushr. Pursuing descriptive and analytical methods this paper has critically explicated diverse juristic opinions to construct a balanced and harmonious one. To facilitate the precise calculation of the production cost, a number of cultivators have also been interviewed. This article has demonstrated that the opinions of those jurists who are of the view of deducting production cost while determining the ushr arepreferable and agriculture-friendly.
সংক্ষিপ্তসার : ইসলামী অর্থব্যবস্থার অন্যতম একটি দিক হল ‘উশর বা ফসলের যাকাত। ফকীহগণের মতে, বৃষ্টি বা ঝর্ণার পানিতে জমি সিক্ত হলে উৎপন্ন ফসলের ১০% যাকাত দিতে হয়। পক্ষান্তরে সেচের মাধ্যমে চাষাবাদ করা হলে উৎপন্ন ফসলের ৫% যাকাত হিসেবে আদায় করতে হয়। পূর্বসূরি অধিকাংশ ফকীহ ফসলের যাকাত নির্ধারণের ক্ষেত্রে সেচের খরচ ব্যতীত অন্য কোনো ব্যয় বিবেচনায় নেননি। তবে আধুনিক কৃষি-অর্থনীতির বাস্তবতায় বর্তমান যুগের অনেক ফকীহ ফসলের যাকাত নির্ধারণের ক্ষেত্রে উৎপাদন খরচ বিবেচনায় নেয়ার পক্ষে মতপ্রকাশ করছেন। এ বিষয়ে নানামুখী বক্তব্য পর্যালোচনা করে এই প্রবন্ধে একটি ভারসাম্যপূর্ণ ও সমন্বয়ী অভিমত উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। উৎপাদন খরচের স্বচ্ছ হিসাব গ্রহণের জন্য কয়েকজন কৃষকের সাক্ষাতকারও গ্রহণ করা হয়েছে। প্রবন্ধ থেকে প্রতীয়মান হয়েছে যে, আধুনিক কৃষি ব্যবস্থাপনা ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে যেসব ‘আলিম উৎপাদন খরচ বাদ দিয়ে অবশিষ্ট ফসলের যাকাত প্রদানের অনুকূলে মতপ্রদান করছেন তাদের অভিমত অধিকতর প্রয়োগযোগ্য ও কৃষকবান্ধব।