ইক্যুইটিভিত্তিক অর্থায়নের গুরুত্ব : সমকালীন প্রেক্ষাপটে একটি বিশ্লেষণ |Importance of Equity Based Financing: An analysis in a Contemporary Context
Abstract
At present two types of banking system exist. The first is the interest-based conventional banking system, the second is the Shariah-based Islamic banking system. In these two types of banking system, two different types of financing methods are practiced based on their respective basic principles. The former follows and practices the loan-based interest-oriented financing system and the latter follows the loan-free interest-free financing system. There are three types of Shariah-approved financing methods practiced in the Islamic banking system; a. purchase and sale-based financing method; b. partnership in profit and loss- or equity-based financing method and c. lease or rent-based financing method. This article has analyzed the nature of equity-based financing system in Islamic finance, and the purpose of this article is to highlight the relative supremacy of equity-based financing system for profit and loss. The article has been prepared in line with analytical and descriptive methods. From the article it has been established that equity-based financing model is one of the most effective financing systems in iqtisad. Equity-based financing model may play a leading role in establishing a debt-free interest-free financing system.
Keywords: Musharaka; Mudaraba; Equity based Financing; Loan-based Financing; Interest-based Financing
সারসংক্ষেপ : বর্তমানে দু-ধরনের ব্যাংকব্যবস্থা প্রচলিত রয়েছে। প্রথমত সুদভিত্তিক ব্যাংকব্যবস্থা, দ্বিতীয়ত শরীআহ্ভিত্তিক ইসলামী ব্যাংকব্যবস্থা। এই দু-ধরনের ব্যাংকব্যবস্থায় মৌলিক নীতিমালার ভিত্তিতে দু-ধরনের অর্থায়ন পদ্ধতি অনুশীলিত হয়। প্রচলিত সুদভিত্তিক ব্যাংকব্যবস্থা ‘ঋণনির্ভর সুদভিত্তিক অর্থায়ন পদ্ধতি’ এবং শরীআহ্ভিত্তিক ইসলামী ব্যাংকব্যবস্থা ‘ঋণমুক্ত সুদবিহীন অর্থায়ন পদ্ধতি’ অনুসরণ ও অনুশীলন করে। ইসলামী ব্যাংকব্যবস্থায় শরীআহ্ অনুমোদিত তিন ধরনের অর্থায়নপদ্ধতি বিদ্যমান : ক) ক্রয়-বিক্রয় ভিত্তিক অর্থায়ন পদ্ধতি, খ) লাভ-লোকসানে অংশীদারত্ব বা ইক্যুইটিভিত্তিক অর্থায়ন পদ্ধতি, এবং গ) ইজারা বা ভাড়াভিত্তিক অর্থায়নপদ্ধতি। এ প্রবন্ধে ইসলামী অর্থব্যবস্থায় ইক্যুইটিভিত্তিক অর্থায়ন পদ্ধতির স্বরূপ বিশ্লেষণ করা হয়েছে এবং লাভ-লোকসানে অংশীদারত্ব বা ইক্যুইটিভিত্তিক অর্থায়ন ব্যবস্থার তুলনামূলক শ্রেষ্ঠত্ব তুলে ধরাই এই প্রবন্ধের উদ্দেশ্য। প্রবন্ধটি মূলত বর্ণনা ও বিশ্লেষণ পদ্ধতিতে রচনা করা হয়েছে। প্রবন্ধ থেকে প্রমাণিত হয়েছে যে, ইক্যুইটিভিত্তিক অর্থায়ন ব্যবস্থা ইসলামী অর্থনীতির সবচেয়ে কার্যকরী অর্থায়ন পদ্ধতির একটি। ঋণমুক্ত-সুদবিহীন অর্থায়ন ব্যবস্থা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ইক্যুইটিভিত্তিক অর্থায়ন ব্যবস্থাই অগ্রণী ভূমিকা পালন করে।
মূলশব্দ: মুশারাকা, মুদারাবা, ইক্যুইটিভিত্তিক অর্থায়ন, ঋণনির্ভর অর্থায়ন, সুদযুক্ত অর্থায়ন।