বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি : কুরআন ও হাদীসের আলোকে একটি পর্যালোচনা|The Government of Bangladesh’s Social Safety Program A Qurān-Sunnatic Analysis

  • Mohammad Harunar Rashid Lecturer, Department of Arabic, Islamic Arabic University, Dhaka,

Abstract

Bangladesh is a developing country. Poverty is still our main problem. With its limited resources, the Government of Bangladesh has been straggling with meeting the needs of a large population in this densely populated country. Social safety net program is a humanitarian project of the government designed for the betterment of the underprivileged and backward people of the country. Under this program led by the Ministry of Social Welfare, the humanitarian assistance of the government is reaching the doorsteps of millions of destitute and insolvent people. Although the implication and utility of each program under this project have been studied and examined at different times in a separate and scattered manner, conducting a collective and thematic review is the need of the time, because the social and humanitarian underpinnings of the eternal teachings of Islam are not clear yet to many people. Along with its reviewing the social security programs in the light of the Qur'an and Sunnah, the article has discussed the concept of social services and social security in Islam and paid a brief account to the beginning of state allowance in Islam. The article has been written in descriptive and analytical methods. In some cases, however, different public documents have been used to collect information and data. It has been proved from the article that each project under this program stands on social and humanitarian aspirations. Islam not only supports these programs but ensuring the welfare of humanity is one of its prime concerns. This article would help upgrade the understanding of those people who consider Islam to be a religion of mere rituals.
Keywords : social safety; distressed humanity; state allowance; social safety net; poverty alleviation.


সারসংক্ষেপ : বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। দারিদ্র্য এখনো আমাদের প্রধানতম সমস্যা। সীমিত সম্পদ দিয়ে পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এই দেশের বিপুল জনগোষ্ঠীর চাহিদাপূরণের এক কঠিন যুদ্ধ করে যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। দেশের সুবিধাবঞ্চিত, অতিদরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সরকারের একটি মানবিক প্রকল্প ‘সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি’। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে চলমান এ কর্মসূচির আওতায় লক্ষ লক্ষ সহায়হীন ও দরিদ্র মানুষের দোরগোড়ায় নিয়মিত পৌঁছে যাচ্ছে সরকারের মানবিক সহায়তা। এ কর্মসূচির আওতাধীন প্রতিটি বিষয়ে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে বিভিন্ন সময়ে গবেষণা পরিচালিত হলেও সামগ্রিক ও বিষয়ভিত্তিক পর্যালোচনা সময়ের দাবি। কারণ, ইসলামের শাশ্বত শিক্ষার সামাজিক ও মানবিক দিকটি এখনো অনেকের কাছে স্পষ্ট নয়। প্রবন্ধটিতে কুরআন ও হাদীসের আলোকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির পর্যালোচনার পাশাপাশি ইসলামে সমাজসেবা ও সামাজিক নিরাপত্তার ধারণা, ইসলামে রাষ্ট্রীয় ভাতার সূচনা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। প্রবন্ধটি বর্ণনা ও বিশ্লেষণমূলক পদ্ধতিতে রচিত হয়েছে। তবে কিছু ক্ষেত্রে তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য বিভিন্ন সরকারি প্রতিবেদনের সাহায্য নেয়া হয়েছে। প্রবন্ধ থেকে প্রমাণিত হয়েছে, এই কর্মসূচির আওতাধীন প্রতিটি প্রকল্পই সামাজিক ও মানবিক। ইসলাম এগুলোকে শুধু সমর্থনই করে না; বরং ইসলামের অন্যতম লক্ষ্য হচ্ছে মানবতার কল্যাণসাধন। ইসলামকে নিছক কিছু ইবাদত কেন্দ্রিক ধর্ম হিসেবে যারা বিবেচনা করেন এ প্রবন্ধটি তাদের বাস্তবতা উপলব্ধি করতে সাহায্য করবে।
মূলশব্দ :    সামাজিক নিরাপত্তা; দুস্থ মানবতা; রাষ্ট্রীয় ভাতা; সামাজিক নিরাপত্তা বেষ্টনী; দারিদ্র্য বিমোচন।

Downloads

Download data is not yet available.
Published
Feb 19, 2021
How to Cite
RASHID, Mohammad Harunar. বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি : কুরআন ও হাদীসের আলোকে একটি পর্যালোচনা|The Government of Bangladesh’s Social Safety Program A Qurān-Sunnatic Analysis. ইসলামী আইন ও বিচার | Islami Ain O Bichar, [S.l.], v. 16, n. 64, p. 9-44, feb. 2021. ISSN 2518-9530. Available at: <http://islamiainobichar.com/index.php/iab/article/view/185>. Date accessed: 05 june 2023.