যুগ সমস্যার সমাধানে সম্মিলিত ইজতিহাদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা | Necessity and importance of Collective Ijtihad in solving problems of the current Age

Authors

  • Muhammad Sa'ad hasan

DOI:

https://doi.org/10.58666/xrdntk19

Keywords:

Fatwa, ijtihad, Collective ijtihad, Fiqh academy

Abstract

In striving for perfection in knowledge and science and facing the challenges of a changing world, man continues to face different issues and challenges. Among the new issues surfacing are those which are not subject to any rulings from the Quran-Sunnah. In light of the fluidity and utility of Islam, there is a strong need for dealing of such issues in light of the rulings of the Shariah. The methodology of collective ijtihad is a strong way to deal with such issues. The article introduces the concept of ijtihad and discusses its necessity, introduction to the available institutions capable of performing collective ijtihad and a discussion of their roles. To bring into context, the discussion includes introduction to the concept of fatwa, and the relationship of fatwa with collective ijtihad. The article clearly proves that collective ijtihad is important in dealing with new issues and in providing solutions to old issues in light of changing trends in the modern world.

সারসংক্ষেপ: জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষ ও জীবনের গতি ধারার পরিবর্তনের প্রেক্ষিতে মানুষ প্রতিনিয়ত নতুন নতুন বিষয়ের মুখোমুখি হচ্ছে। জীবনযাত্রায় যুক্ত হচ্ছে এমন সব বিষয়, কুরআন-সুন্নাহে সরাসরি যে সম্পর্কে কোন বিধান বর্ণিত হয়নি। ইসলামের গতিশীলতা ও উপযোগিতার প্রশ্নে এসব বিষয়ের শরয়ী নির্ধারণের প্র্রয়োজনীয়তা অনস্বীকার্য। সম্মিলিত ইজতিহাদ এসব অধুনিক বিষয়ের বিধান উদ্ভাবনের অন্যতম মাধ্যম। আলোচ্য প্রবন্ধে সম্মিলিত ইজতিহাদের পরিচিতি, এর প্রয়োজনীয়তা, বর্তমান সময়ে সম্মিলিত ইজতিহাদের দায়িত্ব পালনকারী বিভিন্ন সংস্থার সংক্ষিপ্ত পরিচয় ও ভূমিকা আলোচনা করা হয়েছে। প্রাসঙ্গিক হিসেবে ফাতওয়ার পরিচয়, ফাতওয়ার সাথে সম্মিলিত ইজতিহাদের সম্পর্কও তুলে ধরা হয়েছে। প্রবন্ধটি থেকে স্পষ্ট হয়েছে যে, বর্তমান সময়ে নতুন নতুন বিষয়ের বিধান নির্ধারণ ও পুরাতন অনেক বিষয়ের স্বরূপ পরিবর্তনের প্রেক্ষিতে তার বিধানে নতুন নতুন ধারা সংযোজনের ক্ষেত্রে সম্মিলিত ইজতিহাদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম।

Downloads

Published

2023-10-18

How to Cite

যুগ সমস্যার সমাধানে সম্মিলিত ইজতিহাদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা | Necessity and importance of Collective Ijtihad in solving problems of the current Age. (2023). ইসলামী আইন ও বিচার | Islami Ain O Bichar, 12(47), 113-132. https://doi.org/10.58666/xrdntk19

Similar Articles

1-10 of 26

You may also start an advanced similarity search for this article.