ইসলামী ব্যাংক ব্যবস্থায় কল্যাণমুখী কার্যক্রম : ক্যাশ ওয়াকফ প্রসঙ্গ|Welfare Activities in Islamic Banking System Case of Cash Waqf
Abstract
Islamic Banking system is devised to ensure human welfare as well as to translate the noble principles of Islamic Economics into reality. For this specific reason, public welfare is posited in the frontline of each and every activities of Islamic Banking. Premising on the wings of investigation and analysis this article intends to portray the different welfare activities of Islamic Banking system with a specific focus on ‘Cash Waqf’. With a view to accomplishing this research the author has reviewd relevant primary and secondary research works. Moreover, his experience in banking sector has also strengthened the thread of this research. The author, through his lucid deliberation and articulation, has endeavored to spell out that public welfare is translated through different mechanisms in each and every phase of the activities of Islamic Banks. Only a meticulous appreciation can reveal the far reaching impact of such activities upon the society and state. Cash Waqf, an effective tool, in fact, inherently retains the potentials to fulfil the necessity of human being as well as to significantly contribute in constructing societal infrastructure.
Keywords: Islamic banking system; cash waqf; human welfare; welfare oriented activities; shariah.
ইসলামী ব্যাংকের প্রতিটি কার্যক্রমে জনকল্যাণকে প্রধান উপাদান হিসেবে বিবেচনা করা হয়। ইসলামী ব্যাংক ব্যবস্থার নানামুখী জনহিতকর কার্যক্রম তুলে ধরার উদ্দেশ্যে রচিত এ প্রবন্ধটিতে পর্যালোচনা ও বিশ্লেষণ পদ্ধতির প্রয়োগ করা হয়েছে এবং বিশেষ প্রসঙ্গ হিসেবে ক্যাশ ওয়াকফকে বাছাই করা হয়েছে। প্রবন্ধটিতে প্রাথমিক ও দ্বৈতয়িক সাহিত্যকর্ম থেকে তথ্য-উপাত্ত গ্রহণের পাশাপাশি প্রবন্ধকারের অভিজ্ঞতার আশ্রয় নেয়া হয়েছে। প্রবন্ধ থেকে প্রমাণিত হয়েছে যে, ইসলামী ব্যাংকিং কার্যক্রমে ভিন্ন ভিন্ন মাত্রা ও আঙ্গিকে জনকল্যাণ সাধিত হয়। কাল পরিক্রমায় সমাজ ও রাষ্ট্রে এর স্পষ্ট প্রভাব দৃশ্যমান হয়। এক্ষেত্রে ক্যাশ ওয়াকফ এক দীপ্তিমান আলোকবর্তিকা। এর মাধ্যমে একাধারে মানুষের প্রয়োজন পূরণের পাশাপাশি সমাজের অবকাঠামোগত উন্নয়নও সম্ভব।
মূলশব্দ: ইসলামী ব্যাংকব্যবস্থা, ক্যাশ ওয়াকফ, মানবকল্যাণ, কল্যাণমুখী কার্যক্রম, শরীআহ।
Downloads

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.