ইসলামে হালাল ব্যবসা-বাণিজ্যের রূপরেখা : একটি পর্যালোচনা । Outline of Halal Business in Islam : An Analysis

  • Mohammad Mahbubur Rahman PhD Researcher in the department of Islamic Studies, University of Dhaka & Arabic Lecturer in Darul Ulum Kamil Madrasah, Chittagong.

Abstract

Business serves asone of the significant means of satisfying the multifarious needs of human life. Business realizes the demands of individuals and society on the one hand and ensures the economic prosperity of a country on the other hand. Scrupulously considering the colossal significance of business Islam has posited special emphasis on it. From the viewpoint of modus operandi business usually assumes two different forms namely halal (permissible or lawful) and haram (forbidden).At present, business of the lawful products involves such types of prohibited elements that transform the entire transaction into the sphere of forbidden business. Given this appalling context it is high time to create awareness among the businessmen regarding the variegated intricacies involved in the business of contemporary period. In this backdrop the author has endeavoured to portray an outline of Halal business in the light of well-established principles of Islamic Commercial Jurisprudence (Fiqh al- Muamalat). To accomplish this benign purpose the article has taken recourse to descriptive and analytical methods. Most importantly, this research has critically dissected the writings and opinions of classical and contemporary Islamic scholars. Above all, this article has spelt out those issues which are compulsorily required to be followed as well as evaded to keep a business within the purview of ‘halal businesses’ in effective compliance of the principles of Islamic Commercial Jurisprudence.    


সারসংক্ষেপ : মানবজীবনের বহুমুখী প্রয়োজনপূরণে ব্যবসা-বাণিজ্য অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। ব্যবসা-বাণিজ্যের দ্বারা একদিকে যেমন ব্যক্তি ও সমাজের চাহিদা পূরণ হয়, অপরদিকে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয়। এ কারণেই ইসলাম ব্যবসা-বাণিজ্যের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছে। ব্যবসা-বাণিজ্যের দুটি ধরন রয়েছে: হালাল বা বৈধ ও হারাম বা অবৈধ। বর্তমানে হালাল পণ্যের ব্যবসার ক্ষেত্রে এমন কিছু গর্হিত কাজের সংশ্লিষ্টতা দেখা যায়, যার কারণে পুরো লেনদেন হারামে পরিণত হয়। এজন্য বর্তমান সময়ের দাবি হলো, ব্যবসায়ী মহলকে এ সম্পর্কে সচেতন করা। এ প্রেক্ষাপটকে সামনে রেখে ইসলামে হালাল ব্যবসা-বাণিজ্যের রূপরেখা বর্ণনার উদ্দেশ্যে এ প্রবন্ধটি প্রণীত হয়েছে। প্রবন্ধটি রচনার ক্ষেত্রে বর্ণনামূলক (Descriptive Method) ও বিশ্লেষণমূলক পদ্ধতি (Analytical Method) অনুসরণ করা হয়েছে। এতে পূর্ববর্তী আলিমগণের পাশাপাশি বর্তমান যুগের আলিমগণের রচনা ও ফতোয়া পর্যালোচনা করা হয়েছে। প্রবন্ধটির মাধ্যমে ব্যবসা-বাণিজ্য হালাল হওয়ার জন্য যেসব বিষয় অবশ্য পালনীয় এবং বর্জনীয় সে সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়েছে।

Downloads

Download data is not yet available.
Published
Jul 27, 2020
How to Cite
RAHMAN, Mohammad Mahbubur. ইসলামে হালাল ব্যবসা-বাণিজ্যের রূপরেখা : একটি পর্যালোচনা । Outline of Halal Business in Islam : An Analysis. ইসলামী আইন ও বিচার | Islami Ain O Bichar, [S.l.], v. 16, n. 61, p. 71-102, july 2020. ISSN 2518-9530. Available at: <https://islamiainobichar.com/index.php/iab/article/view/168>. Date accessed: 03 oct. 2023.