কিশোর অপরাধের কারণ ও প্রতিকার : ইসলামী দৃষ্টিকোণ|Causes and Remedies of Juvenile Delinquency Perspective Islamic Law

  • Muhammad Sayedul Haque professor in the School of Social Science, Humanities & Languages (SSHL), Bangladesh Open University.

Abstract

Juvenile delinquency is one of the major problems that have posed growingly dangerous figure in different countries of the world including Bangladesh. At present, a sizable number of teenagers are involved in various crimes including theft, robbery, snatching, rape, murder, drug abuse and eve-teasing. Such immoral and character-destroying practices of teenagers have left the sociologists, psychologists, lawyers, politicians and the elite society deeply concerned.  They are considering it as an omen of great danger for the nation. This article has aimed at protecting the teenagers against this catastrophic scourge. Given that the paper has sought to determine the juvenile age and define juvenile delinquency and crime, and thereby tried to identify the causes of juvenile delinquency. After discussing the guidelines given by Islam for the prevention of juvenile delinquency, a set of recommendations has been put forward for the prevention of juvenile delinquency.
Keywords: Juvenile; Age; Crime; Eve-teasing; Islam; Minute Sin; Grave Offence.


সারসংক্ষেপ: বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে যেসব সমস্যা ক্রমশ ভয়াবহরূপ ধারণ করছে তন্মধ্যে কিশোর অপরাধ অন্যতম। বর্তমান সময়ে কিশোরদের একটি উল্লেখযোগ্য অংশ চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, হত্যা, মাদকসেবন, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে। কিশোরদের এহেন অনৈতিক ও চরিত্র-বিধ্বংসী কাজ সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী, আইনবিদ, রাজনীতিবিদ ও সুশীলসমাজকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে এবং তারা একে জাতির জন্য অশনিসংকেত মনে করছেন। এ সর্বনাশা ছোবল থেকে কিশোরসমাজকে বাঁচানোর লক্ষে এ প্রবন্ধের অবতারণা। এ প্রবন্ধে কিশোর বয়স, কিশোর অপরাধ, অপরাধ এর সংজ্ঞা প্রদান করত কিশোর অপরাধের কারণ চিহ্নিত করা হয়েছে। অতঃপর কিশোর অপরাধ প্রতিরোধে ইসলাম যে নির্দেশনা দিয়েছে তা আলোচনা করে কিশোর অপরাধ প্রতিরোধের লক্ষে একটি সুপারিশমালা পেশ করা হয়েছে।
মূলশব্দ : কিশোর, বয়স, অপরাধ, ইভটিজিং, ইসলাম, সাগীরা, কাবীরা।

Downloads

Download data is not yet available.
Published
Feb 19, 2021
How to Cite
HAQUE, Muhammad Sayedul. কিশোর অপরাধের কারণ ও প্রতিকার : ইসলামী দৃষ্টিকোণ|Causes and Remedies of Juvenile Delinquency Perspective Islamic Law. ইসলামী আইন ও বিচার | Islami Ain O Bichar, [S.l.], v. 16, n. 64, p. 99-124, feb. 2021. ISSN 2518-9530. Available at: <https://islamiainobichar.com/index.php/iab/article/view/186>. Date accessed: 03 oct. 2023.