প্রবীণদের অধিকার সুরক্ষা: শরী‘আহ্ ও প্রচলিত আইনের আলোকে পর্যালোচনা|The Protection of the Rights of the Older Persons : An Analysis in the Light of Sharīʻah and Existing laws

  • Mohammad Abdul Jalil Assistant Professor, Department of Islamic Studies, Sharankhola Govt College, Bagerhat and PhD Researcher, Department of Islamic Studies, University of Dhaka.

Abstract

Generally the older persons refer to those people who cross the threshhold of 60. Naturally thier physical capacity decreases in this age. At this juncture of life, they are in need of assistance of others in carrying out their normal activities. Unfortunately many old people are forced to isolate themselves from their family and live their lives in the old home. For this reason, in various countries in the world, the rights of the older persons are being taken seriously both socally and on state level. In order to protect the rights of older persons, the Government of Bangladesh has also approaved the National Policy on Older Persons 2013, and included the matter in the national social safety program under the Project of the social safety nets. On the other hand, fourteen hundred years back, have the instructions on the protection of the rights of the older persons been detailed. In this regard, all the issues of fundamental rights including the age limit of the older person, his dignity, food, clothing and medication have been discussed. The presente article has been produced to conduct a comparative assessment  of the two Laws. In writing the article, the descriptive, analytical and comparative methods have been followed. It has been found in the findings of the research that the point of the rights of older persons being relevant, steps are being taken in protecting those rights in  various Laws of the world. Long before has Islamic Sharīʻah however established the due dignity of the older persons and their rights.
Keywords : elderly; rights; protection; Sharīʻah law and existing law  


সংক্ষিপ্তসার : ষাটোর্ধ্ব লোকদেরকে সাধারণত প্রবীণ বলা হয়, যাদের বয়স ষাটের ঊর্ধ্বে। স্বাভাবিকভাবে এ বয়সে তাদের শারীরিক সক্ষমতা লোপ পায়। ফলে জীবনের এ সন্ধিক্ষণে তাদের দৈনন্দিন স্বাভাবিক কাজ-কর্মে অন্যের সহযোগিতার প্রয়োজন হয়। অথচ বর্তমান সমাজে অনেক প্রবীণকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বৃদ্ধাশ্রমে জীবনাতিপাত করতে হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগের বিষয়। এ কারণে বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে প্রবীণের অধিকারের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলাদেশ সরকারও প্রবীণের অধিকার সুরক্ষায় “জাতীয় প্রবীণ নীতিমালা, ২০১৩” অনুমোদনসহ বিষয়টি জাতীয় নিরাপত্তাবেষ্টনীর আওতায় জাতীয় সামাজিক সুরক্ষা কর্মসূচির অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে প্রায় দেড় হাজার বছর পূর্বে আল-কুরআন ও আল-হাদীসে প্রবীণদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার জন্য বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়েছে। এক্ষেত্রে প্রবীণের বয়সসীমা, প্রবীণের মর্যাদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, সেবাসহ তাদের মৌলিক অধিকারের যাবতীয় বিষয়সমূহ বর্ণনা করা হয়েছে। এ উভয় আইনের মধ্যে তুলনামূলক পর্যালোচনার উদ্দেশ্যে অত্র প্রবন্ধটি রচিত হয়েছে। প্রবন্ধ রচনার ক্ষেত্রে বর্ণনা, বিশ্লেষণ ও তুলনামূলক পদ্ধতির অনুসরণ করা হয়েছে। গবেষণা ফলাফলে দেখা গেছে যে, বর্তমান আধুনিক বিশ্বে প্রবীণের অধিকার বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক হওয়ায় বিভিন্ন আইনে তাদের সুরক্ষার প্রয়াস নেয়া হচ্ছে। তবে ইসলামী শরীআহ্ প্রবীণদের যথাযথ মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করেছে অনেক পূর্বেই।
মূলশব্দ : প্রবীণ, অধিকার, সুরক্ষা, শরীআহ্ আইন ও প্রচলিত আইন।

Downloads

Download data is not yet available.
Published
May 24, 2022
How to Cite
ABDUL JALIL, Mohammad. প্রবীণদের অধিকার সুরক্ষা: শরী‘আহ্ ও প্রচলিত আইনের আলোকে পর্যালোচনা|The Protection of the Rights of the Older Persons : An Analysis in the Light of Sharīʻah and Existing laws. ইসলামী আইন ও বিচার | Islami Ain O Bichar, [S.l.], v. 17, n. 68, p. 53-80, may 2022. ISSN 2518-9530. Available at: <https://islamiainobichar.com/index.php/iab/article/view/210>. Date accessed: 03 oct. 2023.