প্রচলিত ও ইসলামি আইনের আলোকে অপচয়ের বিধান : পরিপ্রেক্ষিত বাংলাদেশ|The Provision of Wastage in the Light of Conventional and Islamic Law : Bangladesh Perspective.

  • Zaved Ahmad Assistant profesor and Head of Department- Department of Arabic, Islami Arabic University

Abstract

Wealth is an essential element in human life. It is a natural human instinct to earn and spend wealth. But sometimes this expenditure turns into wastage. Wastage is not only confined to the life of the individual but also takes place in society, state and overall global economic life. As the level of wastage has increased in modern times more than any other period, so has the multifaceted field of wastage. This article has critically elucidated the harmful effects of wastage in the light of conventional and Islamic law. In accomplishing it’s purpose, the article has explored descriptive and comparative method of research.  The article shows that by following the guidelines of Islamic law as well as respecting conventional law, it is possible to prevent wastage completely.
Keywords : Wealth; Waste; Islamic Law; Conventional Law; Penal Code.


সারসংক্ষেপ : মানুষের সামগ্রিক জীবনে অর্থÑসম্পদ অপরিহার্য উপাদান। সম্পদ উপার্জন করা ও ব্যয় করা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। তবে অনেকসময় এই ব্যয় অপচয়ে রূপ নেয়। অপচয় শুধু ব্যক্তির জীবনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং সমাজ, রাষ্ট্র ও সামগ্রিক বৈশি^ক অর্থনৈতিক জীবনেও অপচয়ের নজীর পাওয়া যায়। অন্যান্য যেকোন সময়ের চেয়ে আধুনিক সময়ে অপচয়ের মাত্রা যেমন বেড়েছে তেমনি অপচয়ের বহুমূখী ক্ষেত্রও তৈরি হয়েছে। আলোচ্য প্রবন্ধে প্রচলিত ও ইসলামী আইনের আলোকে অপচয়ের ক্ষতি সম্পর্কে বিশ্লেষণ করা হয়েছে। প্রবন্ধটি সাধারণ বর্ণনা, ব্যাখ্যা ও তুলনামূলক বিশ্লেষণসহ উপস্থাপিত হয়েছে। প্রবন্ধটিতে স্পষ্ট হয়েছে যে, ইসলামী আইনের নির্দেশনা অনুসরণ করার পাশাপাশি প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে সম্পূর্ণরূপে অপচয় রোধ করা সম্ভব হবে।
মূলশব্দ : সম্পদ; অপব্যয়; ইসলামী আইন; প্রচলিত আইন; দ-বিধি।

Downloads

Download data is not yet available.
Published
May 2, 2023
How to Cite
AHMAD, Zaved. প্রচলিত ও ইসলামি আইনের আলোকে অপচয়ের বিধান : পরিপ্রেক্ষিত বাংলাদেশ|The Provision of Wastage in the Light of Conventional and Islamic Law : Bangladesh Perspective.. ইসলামী আইন ও বিচার | Islami Ain O Bichar, [S.l.], v. 19, n. 73, p. 79-104, may 2023. ISSN 2518-9530. Available at: <https://islamiainobichar.com/index.php/iab/article/view/229>. Date accessed: 05 june 2023. doi: http://dx.doi.org/10.58666/iab.v19i73.229.