ইসলাম ও প্রচলিত আইনের দৃষ্টিতে জুয়া : একটি পর্যালোচনা|Gambling in the Perspective of Islam and Conventional Law : An Evaluation

  • Noor Mohammed Lecturer (Islamic Studies) Balakhal Moqbul Ahmed Degree College, Balakhal, Hajigonj, Chandpur, Bangladesh.

Abstract

Gambling is a controversial issue in many parts of the world and is one of the abominations declared by Islam. Despite being prohibited in Islam, gambling exists in various forms in Muslim-dominated Bangladesh and the gambling sector has been expanded in many ways. Gambling brings severe harm to a person in religious and worldly life. This paper sketches the holistic view of Islam on gambling through descriptive method and states its harmful effects in the context of Bangladesh. The article provides a good number of recommendations for the prevention of gambling through an analytical approach. This write up has demonstrated that gambling causes harm at individual, social and state level and through religious and social awareness as well as application of proper laws, this harm can be reduced to the ultimate level.
Keywords : Gambling; Lottery; Dice; Casino; Unlawful (Haram).


সারসংক্ষেপ : জুয়া বিশ্বের অনেকস্থানেই একটি বিতর্কিত বিষয় এবং ইসলাম কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ঘৃণিত কাজের মধ্যে অন্যতম। ইসলামে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মুসলিম অধ্যুষিত বাংলাদেশে জুয়া বিভিন্নরূপে বিদ্যমান রয়েছে এবং জুয়ার ক্ষেত্রও নানাভাবে প্রসারিত হয়েছে। জুয়া একজন ব্যক্তির জন্য ধর্মীয় ও পার্থিব জীবনে চরম ক্ষতি ডেকে আনে। আলোচ্য প্রবন্ধে বর্ণনামূলক ও বিশ্লেষণমূলক পদ্ধতিতে জুয়া সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি, বাংলাদেশের প্রেক্ষিতে এর নানা স্বরূপ ও ক্ষতি ব্যাখ্যা করা হয়েছে এবং এর প্রতিরোধকল্পে নানা প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। প্রবন্ধের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, জুয়া ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষতির কারণ এবং ধর্মীয় ও সামাজিক সচেতনতা এবং যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে এর ক্ষতির পরিমাণ চূড়ান্ত পর্যায়ে কমিয়ে আনা সম্ভব।
মূলশব্দ : জুয়া; লটারি; ডাইস; ক্যাসিনো; হারাম।

Downloads

Download data is not yet available.
Published
May 2, 2023
How to Cite
MOHAMMED, Noor. ইসলাম ও প্রচলিত আইনের দৃষ্টিতে জুয়া : একটি পর্যালোচনা|Gambling in the Perspective of Islam and Conventional Law : An Evaluation. ইসলামী আইন ও বিচার | Islami Ain O Bichar, [S.l.], v. 19, n. 73, p. 121-136, may 2023. ISSN 2518-9530. Available at: <https://islamiainobichar.com/index.php/iab/article/view/241>. Date accessed: 05 june 2023. doi: http://dx.doi.org/10.58666/iab.v19i73.241.