শিশু নির্যাতন প্রতিরোধে বাংলাদেশের আইন ও ইসলামী দিক-নির্দেশনা : একটি পর্যালোচনা|Prevention of Child Abuse Under the Laws of Bangladesh and Islamic Guidelines: An Analysis
Abstract
Children are the future of tomorrow. Future development and progress depends on the proper care of the child. A country's children can play a key role in transforming a country from a developing country to a middle-income country. Child abuse in various forms has become a daily occurrence in Bangladesh in recent times. Although there are provisions in the legal framework of Bangladesh to protect the overall rights of children and to prevent all forms of abuse and torture, abuse against children is increasing gradually. Not surprisingly enough, the importance of children and their rights are well defined in Islamic law. Employing descriptive and observational analysis methods this article has endeavored to explicate the laws of Bangladesh and Islamic injunctions to prevent child abuse. The author submits that the combination of religious and moral education with the proper implementation of existing laws is absolutely necessary to prevent child abuse.
Keywords : Child abuse; child rights; security; Laws of Bangladesh; Social justice.
সারসংক্ষেপ : শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শিশুর সঠিক পরিচর্যার ওপর নির্ভর করে আগামী দিনের উন্নয়ন-অগ্রগতি। আজকের শিশুরাই মেধা ও প্রজ্ঞায় বড় হয়ে দেশকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত করতে মূখ্য ভূমিকা পালন করতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, আমাদের দেশের শিশুদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ অবারিত নয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নানারূপে শিশু নির্যাতন প্রতিদিনের স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের আইনী কাঠামোতে শিশুদের সার্বিক অধিকার সংরক্ষণ ও সব ধরনের নির্যাতন-নিপীড়ন প্রতিরোধের বিধি-বিধান থাকা সত্ত্বেও শিশুদের প্রতি নির্যাতন ক্রমশঃ বেড়েই চলেছে। ইসলামী আইনে শিশুদের গুরুত্ব ও তাদের অধিকার যথাযথভাবে বর্ণিত হয়েছে। বক্ষমান প্রবন্ধে বর্ণনা ও পর্যবেক্ষণমূলক বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে শিশু নির্যাতন প্রতিরোধে বাংলাদেশের আইন ও ইসলামী দিক-নির্দেশনা আলোচনা করা হয়েছে। প্রবন্ধের মাধ্যেমে প্রমাণিত হয়েছে যে, ইসলামী দিকনির্দেশনার আলোকে প্রচলিত আইনের সংস্কার ও যথাযথ প্রয়োগের মাধ্যমে শিশু নির্যাতন প্রতিরোধ করা সম্ভব।
মূলশব্দ: শিশু নির্যাতন; শিশু অধিকার; নিরাপত্তা; বাংলাদেশের আইন; সামাজিক সুবিচার।
Downloads

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.