বাংলাদেশে ইসলামি ব্যাংকিংয়ে ব্যাসেল-৩ নীতিমালা পরিপালন : একটি পর্যালোচনা|Application of Basel-3 in Islamic Banking Industry of Bangladesh : A Critical Analysis
Abstract
Bank is a financial institution which collects idle money temporarily from the public and lends to other people as per need. Basel Committee was formed in 1974 to protect public deposits in banks. The prime objective of the Basel Committee on Banking Supervision (BCBS) is to build a sustainable banking structure to deal with the financial crisis. This article aims to review the policies formulated by the Basel Committee to protect banks in the face of the financial crisis which is reflected in the structure, strategy and application of Islamic banking. The research is predominantly descriptive and analytical. The study is based on secondary data which were collected from Bangladesh Bank, daily newspapers and other publications. The research result has demonstrated that the Basel accords serve as alternative of Islamic banking structure. The author argues that effective compliance with the Islamic banking structure will preserve all aspects of the customer and the banking sector and will play a significant role in achieving socio-economic welfare.
Keywords: Basel-3, BCBS, Tier Capital, Risk-based Assets; Leverage Ratio
সারসংক্ষেপ : ব্যাংক এমন এক আর্থিক প্রতিষ্ঠান যা জনসাধারণের কাছ থেকে অস্থায়ীভাবে অলস অর্থ সংগ্রহ করে এবং প্রয়োজন অনুসারে অন্য লোকদের ঋণ দেয়। ব্যাংকে গচ্ছিত জনগণের আমানতসমূহ রক্ষা করার নিমিত্তে ১৯৭৪ সালে ব্যাসেল কমিটি গঠিত হয়। ব্যাসেল কমিটির মূল উদ্দেশ্য হলো আর্থিক মন্দা মোকাবেলায় একটি টেকসই ব্যাংকিং কাঠামো গড়ে তোলা। এই প্রবন্ধের মূল উদ্দেশ্য হল আর্থিক সংকটের মুখে ব্যাংকগুলোকে রক্ষা করার জন্য ব্যাসেল কমিটি কর্তৃক প্রণীত নীতিগুলো পর্যালোচনা করা যা ইসলামী ব্যাংকিং কাঠামো, কর্ম-কৌশল এবং প্রয়োগে প্রতিফলিত হয়। গবেষণাটি বর্ণনামূলক এবং বিশ্লেষণাতœক। বাংলাদেশ ব্যাংক সার্কুলার, দৈনিক সংবাদপত্রসমূহ এবং অন্যান্য প্রকাশনা থেকে সংগ্রহ করা সেকেন্ডারি তথ্য-উপাত্তের উপর ভিত্তি করে গবেষণা করা হয়েছে। গবেষণা ফলাফলে দেখা যায় যে, ব্যাসেল চুক্তি ইসলামী ব্যাংক কাঠামোর বিকল্প। আমরা যদি পুরোপুরিভাবে ইসলামী ব্যাংকিং কাঠামো অনুসরণ করতে পারি, তাহলে গ্রাহক তথা ব্যাংকিং সেক্টরের সকল দিক সংরক্ষিত থাকবে এবং আর্থ-সামাজিক কল্যাণ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মূলশব্দ: ব্যাসেল-৩; বিসিবিএস; টিয়ার ক্যাপিটাল; ঝুঁকিভিত্তিক সম্পদ; লিভারেজ রেশিও।
Downloads

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.