বর্গাচাষ : ইসলাম ও বর্তমান সমাজ
DOI:
https://doi.org/10.58666/2zvh0w15Abstract
সারসংক্ষেপ : মানুষ সামাজিক জীব। আদিম কাল থেকে মানুষ ধনী-দরিদ্র, ভূস্বামী-ভূমিহীন ও সামর্থ্যবান-নিঃস্ব নির্বিশেষে একই সমাজে বসবাস করছে। আল্লাহ তাআলা সমাজের ভারসাম্য রক্ষার জন্য এ ব্যবস্থা করে দিয়েছেন। সমাজের ধনী শ্রেণি দরিদ্র শ্রেণির সাহায্য-সহযোগিতা নিয়ে নিজেদের সম্পদের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করে থাকে। আর দরিদ্র শ্রেণি নিজেদের শ্রম দিয়ে ধনীদের সম্পদ সংরক্ষণে সহযোগিতার মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়ন করে থাকে। ফলে উভয় শ্রেণি একে অন্যের অঙ্গ স্বরূপ। এক শ্রেণি ছাড়া অন্য শ্রেণির কল্পনাই করা যায় না। ভূস্বামীরা নিজে বা শ্রম নিয়ে নিজেদের ভূমি আবাদ করে থাকে। অথবা উৎপন্ন ফসলের নির্দিষ্ট পরিমাণ প্রদানের শর্তে ভূমি আবাদ করিয়ে থাকে। উৎপন্ন ফসলের অর্ধেক, এক-তৃতীয়াংশ বা এক-চতুর্থাংশ প্রদানের শর্তে যে চাষাবাদ করা হয়, একে বর্গাচাষ বা ভাগচাষ বলে। এ প্রথা অতীত কাল থেকেই আমাদের সমাজে চলে এসেছে। ইসলাম এ পদ্ধতিকে শুধু উৎসাহিতই করেনি; বরং জমি পতিত না রেখে চাষাবাদ করানোর ব্যাপারে জোর তাগিদ দিয়েছে। তবে বিধানগতভাবে এ পদ্ধতির বৈধতার ব্যাপারে ইমামদের মতভেদ রয়েছে। আলোচ্য প্রবন্ধে উক্ত বিষয়টির সমাধান খোঁজার চেষ্টা করা হয়েছে।
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2023 Sheikh Mohammad Yousuf, Qamruzzaman Shamim
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.