নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন : পরিপ্রেক্ষিত ইসলাম
DOI:
https://doi.org/10.58666/q78e7221Abstract
সারসংক্ষেপ : ইসলাম সাম্য, স্বাধীনতা, মানবীয় মর্যাদার বিষয়ে নারী-পুরুষের মধ্যে কোন ভেদাভেদ করেনি। পুরুষের মত নারীও পরিপূর্ণরূপে স্বাধীন ও স্বতন্ত্র সত্তার অধিকারী। যার মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ডও অন্তর্ভুক্ত। ইসলামী অর্থনীতির সকল শাখায় প্রয়োজনানুযায়ী নারীর স্বতন্ত্র অধিকার প্রতিষ্ঠিত। তারপরও নারীবাদীদের প্রত্যাশা সর্বক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার। অথচ সর্বক্ষেত্রে সমান অধিকার যৌক্তিক নয়, সম্ভবও নয়। কারণ সম্পত্তিতে সমান অধিকারের সাথে সাথে দায়িত্ব কর্তব্য পালনের ক্ষেত্রেও সমান হওয়া যুক্তিযুক্ত। অথচ ইসলামে নারীরা পরিবারের অর্থনৈতিক দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক দায়িত্ব থেকে সম্পূর্ণ মুক্ত। তাই নারীদের কর্তব্য পুরুষের সমান অধিকার আদায়ের দাবি তুলে আল্লাহ ও রাসুলুল্লাহ স.-এর বিধানকে অবমাননা না করে অর্থনৈতিক ক্ষেত্রে ইসলাম তাদেরকে যে সকল অধিকার বা ক্ষমতা দিয়েছে তা সঠিকভাবে অনুধাবন ও বাস্তবায়ন করা। তাহলেই নারীরা ইসলাম কর্তৃক প্রদত্ত অর্থনৈতিক ক্ষমতার স্বাদ আস্বাদন করতে পারবে। ইসলাম অর্থনীতির যেসকল শাখায় নারীর অধিকার প্রদান করেছে তা যেন সকলের নিকট অনুধাবনযোগ্য, অনুসরণীয় ও বাস্তবায়িত হয় সেই প্রত্যাশায় আলোচ্য প্রবন্ধে ক্ষমতায়নের পরিচয়, প্রকারভেদ, অর্থনৈতিক ক্ষমতায়ন, আন্তর্জাতিক ক্ষেত্রে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, ইসলামে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, ইসলামে নারীর অর্থ ব্যয় করার ক্ষমতা, ইসলামে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রমাণ ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে।
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2023 Anupama Afroz
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.