ফাত্ওয়া প্রদানের নীতিমালা ও শর্তাবলি : পরিপ্রেক্ষিত বাংলাদেশ সুপ্রিমকোর্টের রায়
DOI:
https://doi.org/10.58666/8srvby31Abstract
সারসংক্ষেপ : কোন বিষয়ে ইসলামী বিধান জানার নিমিত্তে ফাত্ওয়া দেয়া-নেয়া মুসলিম সমাজের মৌলিক একটি বিষয়। যারা জানে না তাদেরকে যারা জানে তাদের নিকট জিজ্ঞেস করে জেনে নেয়ার জন্য কুরআন কারীমে নির্দেশ দেয়া হয়েছে। ফাত্ওয়া দেয়ার ক্ষেত্রে মুফতীর প্রয়োজনীয় যোগ্যতা থাকা এবং সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ করা অতীব জরুরী। সম্প্রতি ফাত্ওয়া নিয়ে বাংলাদেশ সুপ্রিমকোর্টের রায়ের পূর্ণাঙ্গ কপি আপিল বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ফাত্ওয়ার গুরুত্ব ও তাৎপর্যের বিবেচনায় সুপ্রিমকোর্টের রায়ের পাশাপাশি ফাত্ওয়া সংশ্লিষ্ট আলোচনা নিয়ে বক্ষ্যমাণ প্রবন্ধের অবতারণা করা হয়েছে, যা উপর্যুক্ত রায় বুঝার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। ফাত্ওয়ার পরিচয়, গুরুত্ব, সংবেদনশীলতা, ফাত্ওয়া প্রদানকারীর যোগ্যতা, ফাত্ওয়া প্রদানের নিয়ম-নীতি ইত্যাদি বিষয় বক্ষ্যমাণ প্রবন্ধে আলোচনা করা হয়েছে। উক্ত প্রবন্ধ রচনার ক্ষেত্রে পর্যালোচনা ও বর্ণনামূলক পদ্ধতি অবলম্বন করা হয়েছে এবং সেক্ষেত্রে প্রয়োজনের নিরিখে সারণি এবং চিত্র ব্যবহার করা হয়েছে। কুরআন, হাদীস, এবং বিষয় সংশ্লিষ্ট মৌলিক গ্রন্থাবলি তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। সময়ের আবর্তনে সংঘটিত ফাত্ওয়া সংক্রান্ত বিভিন্ন ঘটনা ও দুর্ঘটনা বাংলাদেশের জনসমাজে ফাত্ওয়ার ব্যাপারে যে ভয়-ভীতি কিংবা ভুল ধারণার জন্ম দিয়েছে, তা দূরীকরণে এ প্রবন্ধ সহায়ক ভূমিকা রাখবে। সহজ ও সাবলীলভাবে ইসলামের বিধান জানিয়ে দেয়ার মাধ্যমে মানব সমাজের কল্যাণ নিশ্চিত করা যে ফাত্ওয়া প্রদানের মূল লক্ষ্য, এ প্রবন্ধ পাঠে পাঠক তা অনুধাবন করতে পারবেন।
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2023 Md. Habibur Rahman
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.