ইসলামের দৃষ্টিতে অপচয় ও অপব্যয় : কারণ, ক্ষতি ও প্রতিকার
DOI:
https://doi.org/10.58666/jde6bp89Abstract
সারসংক্ষেপ : মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ ও অতীব প্রয়োজনীয় বিষয় হলো আয় ও ব্যয়। জীবনকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আয় অনুযায়ী ব্যয় করা যেমন প্রয়োজন, তেমনই প্রয়োজন অপচয় ও অপব্যয় না করা। অথচ মানবসমাজে অপচয় ও অপব্যয় অতীতের যে কোন সময়ের তুলনায় বেড়েছে। এর প্রভাবে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রভাবিত হয়। বক্ষ্যমাণ প্রবন্ধে অপচয় ও অপব্যয়ের পরিচয়, কারণ, কিছু দৃষ্টান্ত, এর ক্ষতিকর দিকসমূহ, কুরআন ও সুন্নাহের আলোকে অপচয় ও অপব্যয় বন্ধের নির্দেশনাসমূহ পেশ করা হয়েছে। এই প্রবন্ধের মাধ্যমে অপচয় ও অপব্যয় সম্পর্কে শরী‘আহর নির্দেশনা জানা যাবে, যা জীবনের সকল ক্ষেত্র থেকে এই দূরারোগ্য ব্যাধি দূর করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নে সহায়ক হবে।
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2023 Mostofa Kamal, Mobarak Hossain
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.