ইসলামে লাকীত বা কুড়িয়ে পাওয়া শিশুর বিধান : একটি পর্যালোচনা|Rules Regarding Picked Up Child in Islam A Critical Analysis
Abstract
For each and every family children usually are regarded as a matter of utmost desire. Parents remain ready even to sacrifice their lives to protect the lives of their children. Appalingly, sometimes children seem to be burden for certain people. Fear of social stigma or contempt or other reasons induce certain individuals to abandon and throw their chidren begotten from an immoral relatioship on the street. These unclaimed or abandoned children are known as laqit in Islamic Shariah. Due to the lack of proper care and attention many of such chidren meet early tragic demise. Given the situation it is the high time to generate mass awareness regarding the rights of picked up children in Islam. Premising on descriptive and deductive method this paper is authored to enumerate the rights of picked up children in Islam. The author in this regard, has meticulously analyzed the opinions of classical as well as contemporary scholars. He vehemently advances the argument that proper recourse to the injunctions of Islamic Shariah regarding picked up children can solve many problems relating to those children.
Keywords: unclaimed children, street children, laqit, rights of the children, adoption.
সারসংক্ষেপ: সন্তান প্রতিটি পরিবারের জন্যই পরম আকাক্সক্ষার বিষয়। মাতাপিতা নিজের প্রাণের বদলে হলেও নিজের সন্তানের জীবন বাঁচাতে দৃঢ়প্রতিজ্ঞ থাকেন। কিন্তু এই পরম আকাক্সিক্ষত সন্তানই কারো কারো কাছে বোঝা মনে হয়। অনৈতিক সম্পর্ক ও সামাজিক অপমানের ভয়ে অথবা অন্য কোন কারণে কেউ কেউ নিজের শিশুকে পরিত্যাগ করে এবং রাস্তাঘাটে ফেলে রেখে চলে যায়। এসব বেওয়ারিশ ও পরিত্যক্ত শিশু ইসলামী শরীয়তে ‘লাকীত’ নামে পরিচিত। এসব শিশুর কেউ কেউ পরিপূর্ণ যতেœর অভাবে বিরূপ পরিবেশে অল্প সময়ের ভেতরেই করুণভাবে মৃত্যুবরণ করে। বাংলাদেশসহ পুরো পৃথিবীতেই এ সমস্যা প্রকট। এজন্য বর্তমান সময়ের চাহিদা হলো, এ বিষয়ে ইসলামের নির্দেশনা জেনে বেওয়ারিশ শিশুদের অধিকার সম্পর্কে সবাইকে সচেতন করে তোলা। এ প্রেক্ষাপটকে সামনে রেখে ইসলামে কুড়িয়ে পাওয়া শিশুর বিধান বর্ণনার উদ্দেশ্যে এ প্রবন্ধটি প্রণীত হয়েছে। প্রবন্ধটি রচনার ক্ষেত্রে বর্ণনামূলক (উবংপৎরঢ়ঃরাব গবঃযড়ফ) ও অবরোহ পদ্ধতি (উবফঁপঃরাব গবঃযড়ফ) অনুসরণ করা হয়েছে। এতে পূর্বসূরি আলিমগণের পাশাপাশি বর্তমান যুগের আলিমগণের রচনা ও ফতোয়া পর্যালোচনা করা হয়েছে। প্রবন্ধটির মাধ্যমে লাকীত সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি ও করণীয় সম্পর্কে জানা যাবে।
মূলশব্দ: বেওয়ারিশ শিশু, পথশিশু, লাকীত, শিশু অধিকার, দত্তক।