ইসলামী আর্থিক প্রতিষ্ঠানে বহিঃশরীয়াহ নিরীক্ষা: বৈশ্বিক অভিজ্ঞতা এবং বাংলাদেশে সম্ভাব্য প্রয়োগ|External Shariah Audit of Islamic Financial Institutions: Global Experience and Possible Application in Bangladesh
Abstract
The Islamic financial system in Bangladesh has made much progress over the last three-four decades. However, the progress is predominantly viewed in terms of broadening as well as regulating the periphery of market.Contemporary Shariah governance system of Islamic financial institutions operating in Bangladesh is evidently questionable to a greater extent. Keeping pace with other countries of the world, different types of measures may be devised to fortify Shariah governance system of the aforesaid institutions of Bangladesh.One of such crucial steps include external Shariah audit.This article, in the light of global experiences, intends to critically assess the feasibility of external Shariah audit in different Islamic financial institutions of Bangladesh.Premising on the wings of critical description and review this research paper has substantiated that the system of external Shariah audit can be initiated in Islamic financial institutions functioning in Bangladesh.If an independent third party examines the Shariah compliance issues of Islamic financial institutions and certifies thereby, different types of confusions will be resolved as well as public confidence will be boosted.Moreover, the professional advice of the external Shariah auditor may enhance the Shariah regulatory regime of Islamic financial institutions.
সংক্ষিপ্তসার : গত তিন-চার দশকে ইসলামী অর্থব্যবস্থা বাংলাদেশে অনেক দূর এগিয়েছে। তবে এই এগিয়ে যাওয়াটা মূলত বাজার দখলের দিক থেকে। বর্তমানে বাংলাদেশের ইসলামী আর্থিক প্রতিষ্ঠানগুলোর শরীয়াহ গভর্নেন্স ব্যবস্থা যথেষ্ট প্রশ্নবিদ্ধ। পৃথিবীর অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে শরীয়াহ গভর্নেন্স ব্যবস্থা শক্তিশালী করার জন্য বাংলাদেশেও বিভিন্ন পদক্ষেপ নেয়া যেতে পারে। এমন একটি পদক্ষেপ হচ্ছে বহিঃশরীয়াহ নিরীক্ষা। বৈশ্বিক অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের ইসলামী আর্থিক প্রতিষ্ঠানে বহিঃশরীয়াহ নিরীক্ষার সম্ভাবনা আলোচনা করার উদ্দেশ্যে এ প্রবন্ধটি রচিত হয়েছে। বর্ণনা ও পর্যালোচনামূলক এ প্রবন্ধ থেকে প্রমাণিত হয়েছে যে, বাংলাদেশে কর্মরত ইসলামী আর্থিক প্রতিষ্ঠানসমূহে বহিঃশরীয়াহ নিরীক্ষা সম্ভব। একটি স্বাধীন তৃতীয় পক্ষ দ্বারা ইসলামী আর্থিক প্রতিষ্ঠানগুলোর শরীয়াহ প্রতিপালন বিষয়ে নিশ্চয়তা পাওয়া গেলে বিভিন্ন দ্বিধা-দ্বদ্বের নিরসন হবে এবং জনমনে আস্থা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। এছাড়া বহিঃশরীয়াহ নিরীক্ষকের পেশাদার পরামর্শের ফলে ইসলামী আর্থিক প্রতিষ্ঠানগুলোর শরীয়াহ নিয়ন্ত্রণ ব্যবস্থাও উন্নতর হবে বলে আশা করা যায়।