ব্যভিচারজাত সন্তানের জীবনের নিরাপত্তা ও অধিকার : শরী‘আহ ও প্রচলিত আইনের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ|The Security and Right of Life of Illegitimate Child : A Comparative Analysis between Sharīʻah and Existing Laws
Abstract
A child born through zināʿ or adulteration is called illegitimate child. Having prohibited the act of zināʿ Islam has closed all the means of giving birth to illegitimate children. However, because of a few men and women’s illegal sexual intercourse still illegitimate children are being born in the society. Their being abhorred and rejected, the illegitimate children are killed just after the conception or delivery whereas illegitimate children are also entitled the right to be born and live their lives on earth. In this article, an effort has been made to offer a comparative analysis of Shariah and existing laws regarding the illegitimate child’s security of and right to life. The present article has been written in descriptive analytical and comparative fashions. The analysis of the findings of this article shows that in stopping the birth of illegitimate children, Islam has introduced hijab system and different dress codes for man and woman, mandated the rulings of marriage and strictly prohibited all types of illegal sexual intercourse and branded it to be the highest punishable offence. However if illegal sexual intercourse occurs and illegitimate childrenare born, Islam, considering the humanitarian aspect of their lives, has protected their security of life, identity, social and religious status and all other rights including the right to inheritance which is an unparalleled example in the world history of human rights.
সারসংক্ষেপ : যিনা বা অবৈধ যৌনাচার দ্বারা জন্মলাভকারী সন্তানকে ‘ব্যভিচারজাত সন্তান’ বলা হয়। ইসলামে যিনা হারাম করার মাধ্যমে ব্যভিচারজাত সন্তান জন্মদানের পথসমূহ রুদ্ধ করে দেয়া হয়েছে। তারপরেও কিছু সংখ্যক নর-নারীর অবৈধ যৌন মিলনের ফলে এমন সন্তান জন্ম লাভ করছে। ব্যভিচারজাত সন্তান সমাজে নিগৃহীত ও ঘৃণিত হওয়ায় সাধারণত গর্ভধারণ বা প্রসবের সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা হয়। অথচ অবৈধ গর্ভজাত সন্তানেরও পৃথিবীতে জন্মলাভ ও বেঁচে থাকার অধিকার রয়েছে। এ প্রবন্ধে ব্যভিচারজাত সন্তানের জীবনের নিরাপত্তা ও অধিকার প্রসঙ্গে শরী‘আহ্ আইন ও প্রচলিত আইনের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করার প্রয়াস নেয়া হয়েছে। প্রবন্ধটি বর্ণনা, বিশ্লেষণ ও তুলনামূলক পদ্ধতিতে রচিত হয়েছে। এ প্রবন্ধ থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, ইসলামী শরী‘আহ্ মানবসমাজে ব্যভিচারজাত সন্তানের জন্মরোধকল্পে পর্দা, বিবাহ, সর্বপ্রকার অবৈধ যৌনাচারকে নিষিদ্ধকরণসহ যিনাকে সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করেছে। তথাপি কোনোক্রমে ব্যভিচার সংঘটিত হলে এবং এতে সন্তান জন্মগ্রহণ করলে এসব হতভাগ্য সন্তানের ক্ষেত্রে মানবিক দিক বিবেচনা করে তার জীবনের নিরাপত্তা, পরিচয়, সামাজিক ও ধর্মীয় অবস্থান এবং উত্তরাধিকারসহ সার্বিক অধিকার সংরক্ষণ করেছে, যা পৃথিবীর ইতিহাসে মানবাধিকারের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত।
মূলশব্দ : ব্যভিচারজাত সন্তান, গুররাহ্ (ভ্রুণহত্যা) আইন, অধিকার, ইসলামী শরী‘আহ্, নিরাপত্তা।
Downloads

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.