ইসলামে উন্মুক্ত ও দূরশিক্ষার ধারণা : একটি পর্যালোচনা|Ideas on Open and Distance Learning in Islam : An Analysis
Abstract
Human being is the best creature of Almighty Allah. It was felt that an accurate celestial book was needed to win the satisfaction of Allah while maintaining his superiority. It is a great mercy of Almighty Allah that He revealed the Quran as a book to solve all problems. The first instruction of this book is ‘Read’. But He did not make it clear about the method of reading. Based on the instruction of Allah, the Holy Prophet PBUH prepared a group of world-renowned enlightened people by focusing the light of education to the human being through various methods. Subsequently, to make that education easily available to the people, according to the demand of time, various educational methods were developed in different times. One of these methods is formal education and the other is open and distance learning with a combination of formal and non-formal education. Bangladesh Open University is offering education through this method of education in the country. The main point of this article is to discuss this method in the light of the Holy Quran and the Hadith. However, before onsetting the main discussion, the purpose of establishing Bangladesh Open University, its education system, and open and distance learning methods, its aims and objectives and characteristics have briefly been discussed.
Keywords : Bangladesh Open University, Bangladesh Open University Act, Islamic Education System, Open Learning, Distance Learning.
সারসংক্ষেপ : মহান আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। কীভাবে মানুষ তার শ্রেষ্ঠত্ব অক্ষুণœ রেখে আল্লাহর সন্তুষ্টি লাভ করবে সেজন্য একটি নির্ভুল আসমানী গ্রন্থের প্রয়োজন অনুভূত হচ্ছিল। মহান আল্লাহ অনুগ্রহপূর্বক সকল সমস্যার সমাধানের আকর গ্রন্থ হিসেবে কুরআন মাজীদ নাযিল করেন। এ মহাগ্রন্থের প্রথম নির্দেশ ‘পড়ো’। কিন্তু সেই ‘পড়া’র পদ্ধতি কী হবে- তা তিনি বলেননি। মহানবী # মহান আল্লাহর নির্দেশকে সামনে রেখে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে মানবজাতির নিকট শিক্ষার আলো পৌঁছে দিয়ে একদল বিশ্বখ্যাত আলোকিত মানুষ তৈরি করেন। পরবর্তীকালে সেই শিক্ষাকে যুগের চাহিদার আলোকে মানুষের নিকট সহজলভ্য করার লক্ষে বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষাপদ্ধতি আবিষ্কৃত হয়েছে। এসব পদ্ধতির অন্যতম হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বিত উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এ পদ্ধতির শিক্ষা এ দেশে অফার করছে। এ পদ্ধতির শিক্ষার ব্যাপারে কুরআন-হাদীসে কী নির্দেশনা রয়েছে- তা আলোচনা করা এ প্রবন্ধের মুখ্য বিষয়। তবে মূল আলোচনায় যাওয়ার পূর্বে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য, শিক্ষা-প্রণালী, উন্মুক্ত ও দূরশিক্ষা, এবং-এ শিক্ষাপদ্ধতির লক্ষ্য-উদ্দেশ্য ও বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হয়েছে।
মূলশব্দ : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ইসলামী শিক্ষাব্যবস্থা, উন্মুক্ত শিক্ষা, দূরশিক্ষা।
Downloads

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.