পানি দূষণ প্রতিরোধে বাংলাদেশে গৃহীত আইনী কাঠামো : পরিপ্রেক্ষিত ইসলামি নীতি ও নির্দেশনা|The Bangladesh Adopted Legal Structure in the Prevention of Water Pollution: Perspective Islamic Policies and Guidelines
Abstract
Water is the most important element of survival for all sorts of life. But every day it is getting polluted. Because of the water pollution, the life of all flora and fauna are increasingly being threatened. Bangladesh stands in the list of the most likely affected countries resultant from the environmental pollution. In order to prevent water pollution, Bangladesh has already enacted more than twenty Acts and Ordinances and promulgated a complete water policy. Islam has also offered certain special rulings for the prevention of water pollution. The present article intends to examine the laws and regulations made by this Muslim majority country for the prevention of water pollution through the lens of Islamic policies and guidelines and thereby create public awareness against water pollution. It further aims to offer a set of recommendations which would be of effective use to determine more policies. This research has adopted qualitative analytical method. As part of the qualitative method, the content analysis approach has been applied in this paper. If the existing laws and Islamic policies are effectively infused, proper plans are framed and legal reform and enforcement of the plans are made possible, the positive change would be impacted on the management of the prevention of water pollution.
Keywords: Water pollution; water management; wastage management. Water policy; Environmental Court
সারসংক্ষেপ : পানি জীবজগতের জীবনধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু প্রতিনিয়ত পানি দূষিত হচ্ছে। পানিদূষণের প্রভাবে মানুষ, পশু-পাখি, উদ্ভিদ সবকিছু হুমকির মুখে পড়ছে। পরিবেশ দূষণের ফলে সম্ভাব্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ পানিদূষণ প্রতিরোধে ইতোমধ্যে ২০টিরও অধিক আইন/অধ্যাদেশ প্রণয়ন করেছে এবং একটি পূর্ণাঙ্গ পানিনীতি প্রণয়ন করেছে। ইসলামও পানিদূষণ প্রতিরোধে বিশেষ বিধান নির্ধারণ করেছে। তাই সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনসংখ্যার এদেশে প্রচলিত পানিদূষণ প্রতিরোধ সম্পর্কিত আইনসমূহ ইসলামী নির্দেশনার আলোকে পর্যালোচনা করে জনসচেতনতা তৈরি ও নীতি নির্ধারণে প্রয়োজনীয় সুপারিশমালা তৈরি এ গবেষণার উদ্দেশ্য। মৌলিক পদ্ধতিসমূহের মধ্যে গুণাত্মক গবেষণাপদ্ধতি (Qualitative Research) অনুসরণ করা হয়েছে। গুণাত্মক গবেষণাপদ্ধতির অংশ হিসেবে এ গবেষণায় বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতি (Content Analysis Method) প্রয়োগ করা হয়েছে। প্রচলিত আইনের সঙ্গে ইসলামী নির্দেশনার সমন্বয় করে সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন, আইনি সংস্কার ওপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হলে পানিদূষণ প্রতিরোধ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন সাধিত হবে।
মূলশব্দ: পানিদূষণ, পানি ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, পানিনীতি, পরিবেশ আদালত