কনভেনশনাল ব্যাংকিং প্রডাক্টের শরী‘আহ অভিযোজন পদ্ধতি : একটি প্রায়োগিক বিশ্লেষণ
DOI:
https://doi.org/10.58666/6brz0h39Abstract
সারসংক্ষেপ : হাজার বছরের ব্যাংক ব্যবস্থার ইতিহাসে ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স এক নতুন সংযোজন। গত শতাব্দীর শেষভাগে এসে এর যাত্রা শুরু হয়। ইতোমধ্যে এর বিভিন্ন দিক নিয়ে যথেষ্ট অধ্যয়ন, অনুশীলন ও গবেষণা হলেও নতুন প্রডাক্ট উদ্ভাবনের মাত্রা আশানুরূপ নয়। বরং অধিকাংশ ক্ষেত্রে একে কনভেনশনাল প্রডাক্টের শরী‘আহ অভিযোজনের (التكييف الشرعي/ Sharīʻah Adaptation) উপর নির্ভর করতে হয়। শরী‘আহ অভিযোজন আধুনিক বিষয়ের, বিশেষত আর্থিক লেনদেন সম্পর্কিত নতুন নতুন অনুষঙ্গের বিধান উদ্ভাবন ও এর প্রক্রিয়ায় পরিবর্তন-পরিবর্ধনের মাধ্যমে শরী‘আহসম্মত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অত্র প্রবন্ধে শরী‘আহ অভিযোজনের পরিচিতি, এর সমার্থবোধক ফিকহী পরিভাষা, গুরুত্ব, প্রামাণিকতা, অভিযোজনকারীর যোগ্যতা, অভিযোজনের শুদ্ধ ও ভুল পদ্ধতি ইত্যাদি বিষয়ের আলোচনা ও প্রায়োগিক দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে। বর্ণনামূলক পদ্ধতিতে রচিত এ গবেষণা কর্মটি ইসলামী ব্যাংক ব্যবস্থায় প্রচলিত কনভেনশনাল প্রডাক্টের শরী‘আহ অভিযোজনের নীতিমালা স্পষ্ট করার মাধ্যমে প্রডাক্টসমূহ শরী‘আহসম্মত হওয়ার প্রমাণ পেশ করবে এবং ভবিষ্যতে নতুন প্রডাক্টের শরী‘আহ অভিযোজনের পাথেয় হিসেবে ভূমিকা রাখবে।
মূলশব্দ : ব্যাংকিং প্রডাক্ট, শরী‘আহ অভিযোজন, ইসলামী ব্যাংকিং, ব্যাংক কার্ড।
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2023 Md Ruhul Amin
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.